অপরাধ ও আদালত
0

গুলশানে জোড়া খুন: হত্যাকান্ডের মূল আসামি রুমন গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে ২ জনকে হত্যার মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বাসার পাশে একটি খালি প্লটের ভিতর থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজনের মধ্যে রফিক নামে একজন ৬২ বছর এবং আরেকজন ১৫ বছরের তরুণ সাব্বির। রফিক ওই প্লটটি দেখাশোনার পাশাপাশি প্লটের মধ্যে চায়ের দোকানদারি করতো। আর সাব্বির চায়ের দোকানে কাজ করতো। 

গত বৃহস্পতিবার থেকে চা দোকান বন্ধ ছিল বলে জানায় স্থানীয়রা। পরিবারের সদস্যরা বলছেন, তিনদিন তাদের খোঁজ না পেয়ে শনিবার প্লটের মধ্যে প্রবেশ করলে তাদের মরদেহ দেখতে পায় তারা।

খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহের কাজ শুরু করে। তবে, এলাকায় কারো সাথে পূর্ব শত্রুতা ছিল কিনা তা বলতে পারেনি কেউ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর