দেশে এখন
0

দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত বগুড়ার বিভিন্ন মন্দির, বেড়েছে খরচ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি চলছে বগুড়ায়। একদিকে প্রতিমা তৈরি অন্যদিকে পূজার অনুষঙ্গ খাবার তৈরিতে ব্যস্ততা বেড়েছে। পূজার প্রধান অনুষঙ্গ নারু, মুড়ি ও মোয়া। তবে এবার নারিকেলের দাম বেশি হওয়ায় অনেকে খাবারের বাজেট কাটছাঁট করেছেন। প্রতিমা তৈরিতেও বেড়েছে খরচ। আর নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিয়ে কঠোর অবস্থানে পুলিশ বিভাগ।

বুধবার থেকে শুরু হচ্ছে মহালয়া। পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধক্ষণ। এর মাধ্যমে শুরু হয়ে যায় দুর্গাপূজা উৎসবের সূচনা।

পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মহাপঞ্চমীর মাধ্যমে। ইতোমধ্যেই বগুড়ার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। কিছু জায়গায় এখনও চলছে রং তুলির আঁচর। তবে এবারে প্রতিমা তৈরিতে খরচ বাড়ায় পূজা মণ্ডপের সংখ্যা কমেছে।

দুর্গাপূজায় খাবারের অন্যতম অনুষঙ্গ নারু, মুড়ি ও মোয়া। তবে এবারে দোকানগুলোতে নারিকেলের দাম গতবছরের তুলনায় বেশি। তাই কিছুটা সীমিত হয়েছে খাবারের আয়োজন।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশ ও র‌্যাব সার্বক্ষণিক তদারকি করবে মণ্ডপগুলিতে।

বগুড়া জেলার ১২ উপজেলায় এবার ৬শ ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। যা গতবছর ছিল ৬শ ৮০টি।

এএইচ