সবচেয়ে বেশি হতাহতের ঘটনার শিকার রাজধানী কাঠমান্ডুর উপত্যকা অঞ্চল। শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ছাড়িয়েছে ৩০০ মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি পানি বইছে কোশি নদীতে।
বিপৎসীমা অতিক্রম করায় বন্যা আরো ভয়াবহ হবার শঙ্কা নেপালের আবহাওয়া দপ্তরের। বৈরি আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশি কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নেপাল সরকারের তথ্য বলছে, চলতি বছর জুন থেকে দেশটিতে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে প্রাণ হারিয়েছে আড়াইশর বেশি মানুষ।