বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রচার বন্ধের আগ মুহূর্তে কার্যালয়ে ইসরাইলের সেনা অভিযান এবং কার্যক্রম বন্ধে সামরিক নির্দেশনা হস্তান্তরের ঘটনা সরাসরি সম্প্রচার করে আল জাজিরা।
বিবৃতিতে আল জাজিরার বিরুদ্ধে ইসরাইলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠন। এর আগে গেলো মে মাসে জেরুজালেমে আল জাজিরার অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি হোটেল কক্ষে অভিযান চালিয়েছিল ইসরাইলি সেনারা।
জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সে সময় আল জাজিরার স্থানীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় ইসরাইল।