দেশে এখন
0

পাহাড়ে দ্বিতীয় দিনের অবরোধ, রাঙামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে দ্বিতীয় দিনের মতো সড়ক ও নৌপথ অবরোধ চলছে পার্বত্য চট্টগ্রামে। বন্ধ দোকানপাট, হাট বাজার। এদিকে ২ দিন পর রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক। আজ (রোববার, ২২ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

অবরোধে দ্বিতীয় দিনের মতো অচল খাগড়াছড়ি। বন্ধ জেলা, উপজেলায় যানবাহন চলাচল, দোকানপাট। পাহাড়ি পাড়াগুলোতে এখনও চাপা আতংক বাসিন্দাদের মাঝে। আজ সকালেও বিভিন্ন উপজেলার সড়কে গাছ ফেলে পিকেটিং করেছে আঞ্চলিক সংগঠনগুলো।

সড়কে কড়া পাহারা চলছে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর।

তবে গতকাল উপদেষ্টাদের সফরের পর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। বাজার ঘাটে কিছু দোকানপাট খুলেছে, মানুষের উপস্থিতিও বেড়েছে। পাড়ায় পাড়ায় সম্প্রীতি বৈঠক চলছে পাহাড়ি বাঙ্গালির। এতে আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবার আশা স্থানীয়দের।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অবরোধের ২য় দিন সকাল থেকে বান্দরবান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাগামীসহ বিভিন্ন গন্তব্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে, জেলা থেকে ছেড়ে গেছে দূরপাল্লার সব বাস। এছাড়াও বান্দরবানের উপজেলা রুমা, রোয়াংছড়ি, থানচিসহ সাত উপজেলার সড়কেও যথা সময়ে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী না থাকায় বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশ্যে বান্দরবান থেকে কোন বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বাস কর্তৃপক্ষ।

বান্দরবান পূর্বাণী চেয়ারকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু জানান, অবরোধের প্রভাব বান্দরবানে নেই বললেই চলে। অবরোধের ১ম দিন থেকে থেকে বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে, বান্দরবানে কোন সমস্যা নেই।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী জানান, বান্দরবানে এখনো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অপ্রীতিকর যেকোনো ধরনের ঘটনা এড়াতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতের ঘটনায় শনিবার সকাল থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ নামে সংগঠন।

এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় সহিসংতায় মামুন হত্যার ঘটনায় তিনজনকে আসামী করে সদর থানায় মামলা করেছেন মামুনের স্ত্রী।মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ১০-১২ জনকে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালায় আগুনের ঘটনায় কোনো মামলা হয়নি। 

এদিকে শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে রাঙামাটিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে, অভ্যন্তরীণ ও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে অন্য জেলায় কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে না। তবে অল্পকিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।  

শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ‌'সিএইচটি ব্লকেড' নামে সড়ক ও নৌপথে চলছে ৭২ ঘণ্টার অবরোধ। বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করছে পাহাড়িরা। 

এর আগে গতকাল (শনিবার, ২২ সেপ্টেম্বর) চলমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

ইএ