দেশে এখন
0

‘দেশে ফিরুন স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হন’

শেখ হাসিনাকে জামায়াত আমির

আসিফ হোসেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে অনুষ্ঠিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামির আমির বলেন, ‘আপনি বলে ঠুস করে দেশে ঢুকে পড়বেন, আপনাকে পালাতে বলেছিল কে? আপনি সব সময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকেরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মের ফল ভোগ করুন।’

তিনি আরও বলেন, ‘জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে ফাঁসি দিয়ে বা জেলে রেখে হত্যা করেছেন। তারা কেউ প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অনেক নাটক হয়েছে, শুধু তাদের পক্ষ থেকে প্রাণভিক্ষার আবেদন করানোর জন্য, কিন্তু তারা তা করেননি।’

১৯৭১ এর মুক্তিযুদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘২৫শে মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তান নিরস্ত্র বাঙালির ওপর হামলা করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এই প্রেক্ষাপটে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু শেখ মুজিব রক্ষীবাহিনী তৈরি করে, বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিল। সেই সময় থেকে চলমান নানা বৈষম্যের অবসান হয়েছে চলতি বছরের ৫ই আগস্ট।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘৫ আগস্টের বিজয়কে সুসংহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। বর্তমান সরকারের সমালোচনাও করতে হবে, আবার তাদের সংস্কারের সুযোগও দিতে হবে।’

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এএইচ