মানববন্ধনে বক্তারা বলেন, 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। যাদের বেতন গ্রেড ১৩তম। অথচ সমযোগ্যতায় অন্যান্য বিভাগে কর্মকর্তারা বেতন পাচ্ছেন নবম কিংবা দশম গ্রেডে। সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারি শিক্ষক ও পুলিশের উপ-পরিদর্শকরা (এসআই) দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাশে নিয়োগপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসারও বেতন পাচ্ছেন দশম গ্রেডে।'
এতে, শিক্ষকদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এই বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
এ মানববন্ধনে বরগুনা সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।