বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল

বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল
বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল |
0

বিশ্বের সবচেয়ে ধনী মানুষের কথা অনেকেই জানতে চান। জানতে চান তার সাফল্যের কাহিনী। কিন্তু আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করি যেখানে মানুষ নয়, সামনে এসেছে সবচেয়ে ধনী বিড়াল। যার সম্পত্তির মোট পরিমাণ জানলে চমকে যাবে অনেক ধনীরাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ পরিচিতি তার। বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী হিসেবে জনপ্রিয়তা অর্জন করে নজিরও গড়েছে এই বিড়াল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে ফেলেছে নালা।

 

|undefined

ছবি: নালা এবং তার মালিক

২০১০ সালে নালার মালিক ভ্যারিসিরি মাথাচিত্তিফান পুকি তাকে লস অ্যাঞ্জেলেসের একটি উদ্ধার কেন্দ্রে খুঁজে পান। সিয়ামিস ট্যাবি মিক্স জাতের এই বিড়ালটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পুকি নালার সাথে তার মুহূর্তগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেন। খুব অল্প সময়ে খ্যাতি অর্জন করে নালা। ৪.৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে নালা সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত। ইন্সটাতে একটি পোস্ট থেকে নালার আয় প্রায় ১২ লাখ টাকা। চলতি বছরে ‘টিকটকার’ হিসেবে অন্য সকল পোষা প্রাণীকে টপকে বর্ষসেরা হয়েছে নালা।

 

|undefined

ছবি: গিনেস বুকে নালা

নালার মোট সম্পদের পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। এই বিড়ালটি বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল। নালার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন ৪.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইন্সটাতে একটি পোস্ট থেকে বিড়ালের আয় ১৩ লক্ষ টাকা। 

 

|undefined

ছবি: লাভ নালা ক্যাটফুড কোম্পানি

নালা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তার নামে ‘লাভ নালা নামে’ একটি ক্যাটফুড কোম্পানি গড়ে ওঠে। বিড়ালদের উদ্ধার করতে আর্থিক সাহায্যও করেন নালার মালিক পুকি। তাছাড়া, নালার মাধ্যমে, পুকি প্রাণীদের সম্পর্কে সচেতন করে তোলে।

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!