দেশে এখন
0

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: হাসান আরিফ

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো যত দ্রুত সম্ভব মেরামতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ।

আজ (রোববার, ১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

এসময় তিনি বলেন, ‘বন্যা যেটা হয়েছে তা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। তাই বন্যা পরবর্তী করণীয় ঠিক করতে এবং গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করতে হবে।’

এ জন্য, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা ওয়াসার কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান হাসান আরিফ।

এএইচ