এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল (শনিবার) দিবাগত রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারের পর ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক এই জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।