দেশে এখন
0

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ। তিনি বিশিষ্ট এই নাট্য-ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রসাশন মন্ত্রণালয়। তাকে দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ড. সৈয়দ জামিল আহমেদ ১৯৫৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। ৩০ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে এ বিভাগেই শিক্ষকতা করেন।

তার আলোচিত বইয়ের মধ্যে রয়েছে ‘অচিনপাখি ইনফিনিটি’, ‘ইনডিজেনাস থিয়েটার ইন বাংলাদেশ’, ‘ইন প্রেইজ অব নিরঞ্জন’, ‘পারফরম্যারন্স অ্যান্ড পলিটিকস এন্টুইনড উইথ আ বুদ্ধিস্ট স্ট্রেইন’, ‘অ্যাপ্লাইড থিয়েট্রিক্স’, ‘এসেস ইন রিফিউসাল’, ‘ইসলাম থিয়েটার অ্যান্ড বাংলাদেশ’ এবং ‘রিডিং এগেইন্সট দ্য ওরিয়েন্টালিস্ট গ্রেইন’।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর