বিদেশে এখন
0

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে প্রাণহানি বেড়ে ৪১ হাজার

ইসরাইলি আগ্রাসনে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। নুসারইরাত শরণার্থী শিবিরে হামলায় ফিলিস্তিনে প্রাণহানি বেড়ে ৪১ হাজার ছুঁইছুঁই অবস্থা।

এদিকে ইসরাইলি হামলায় ভূখণ্ডটিতে ৬ লাখ ২৫ হাজার শিক্ষার্থীর নতুন শিক্ষাবর্ষ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে রোববার (৮ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীর-জর্ডান সীমান্তে এক বন্দুকধারীর হামলায় ৩ ইসরাইলি নিহত হয়েছেন।

এঘটনায় বন্দুকধারীকে অভিবাদন জানিয়ে আম্মানে মিছিল করেছে জর্ডানবাসী। ওই বন্দুকধারী জর্ডানের নাগরিক বলে জানা গেছে। এমন ঘটনার পর জর্ডানের সাথে সব স্থলসীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল।

ইএ