এখন থেকে যুক্তরাষ্ট্রে ৩০ বছরের নিচে কোনো ব্যক্তি দোকান থেকে তামাকজাত পণ্য কিনতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করতেই বাধ্যতামূলক করা হয়েছে পরিচয়পত্র প্রদর্শন।
অন্যদিকে ভেন্ডিং মেশিন থেকে তামাকজাত পণ্য কেনার নূন্যতম বয়স নির্ধারণ করা হয়েছে ২১ বছর। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশটিতে প্রতিবছর ধূমপানের কারণে প্রাণ হারান ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।
মৃত্যুর হার কমিয়ে আনতে গেল কয়েকবছর ধরে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন।