জাপানের দক্ষিণ উপকূলে আঘাত আনবে টাইফুন শানশান

.
বিদেশে এখন
0

জাপানের দক্ষিণ উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন 'শানশান'। ঝড়ের প্রভাবে জাপানের দক্ষিণাঞ্চলজুড়ে বৈরি আবহাওয়া ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বৈরি আবহাওয়ায় ব্যাহত হচ্ছে রেল ও বিমান চলাচল। এরইমধ্যে বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত দুইশ ফ্লাইট। ফলে বিপাকে পড়েছেন চার হাজারেরও বেশি যাত্রী।

এছাড়া শানশানের প্রভাবে জাপানের মধ্যাঞ্চলেও বিরাজ করছে বৈরি আবহাওয়া। দেখা দিয়েছে ভূমিধস। এতে অন্তত তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, টাইফুন 'শানশান' আগামী কয়েকদিনের মধ্যেই জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিয়ুশু দ্বীপে আঘাত হানতে পারে। একইসঙ্গে, গোটা অঞ্চলে সতর্কতা জারির কথাও জানানো হয়।

যদিও এর আগেই টাইফুনটি রাজধানী টোকিওসহ জাপানের মধ্য ও পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে বলেও আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়।

tech