দেশে এখন
0

বন্যার্তদের ত্রাণ সংগ্রহে ব্যস্ত বরিশালের শিক্ষার্থীরাও

রাজধানী ঢাকার পাশাপাশি বন্যা কবলিতদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহে বরিশালেও ব্যস্ত শিক্ষার্থীরা। টাকা, খাবার, ওষুধ কিংবা পোশা- সব কিছুই সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েক দফা ত্রান বিতরনও করা হয়েছে। বন্যার্তদের পুনর্বাসনের বিষয়টি ভাবছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

কেউ সংগ্রহ করা কাপড় গুছিয়ে রাখছে, কেউ বোতলজাত পানি, চিড়া, চাল, মুড়ি কিংবা ওষুধ প্যাকেট করছেন। এমন দৃশ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের। গত কয়েক দিন একই অবস্থা বরিশাল সার্কিট হাউজ এবং বিএম কলেজেও। সার্কিট হাউজে যারা কাজগুলো করেছেন তারা বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সবাই ঝাঁপিয়ে পড়েছেন বন্যার্তদের সহায়তায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে একজন বলেন, মানুষের আন্তরিকতায় আমরা খুবই খুশি, আমরা যেখানেই যাচ্ছি কেউ ফিরিয়ে দিচ্ছে না সবাই সহযোগিতা করছে।

আরও একজন শিক্ষার্থী বলেন, জেলা প্রশাসক এর কাছ থেকে অনুমতি নিয়ে বরিশাল সার্কিট হাউজে একটা জায়গা নিয়েছি যেখানে প্যাকিং কার্যক্রম চলছে।

বসে নেই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃষ্টিতে ভিজে ত্রাণ সংগ্রহ করেছেন তারা। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। আর কিছু সংগঠন হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়ে ত্রাণ সংগ্রহ করেছে। নগরবাসী তাদের আহ্বানে সাড়া দিচ্ছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী।

স্বমন্বয় পরিষদের একজন জানান, আমরা সমন্বয় পরিষদ বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মানবিক দুর্যোগে আমরা সবসময় মানুষের পাশে ছিলাম এবার ও বানভাসিদের জন্য পাশে আছি এবং পাশে থাকবো।

এলাকাবাসী জানান, 'আমরা আমাদের সব ফান্ডগুলো সংগ্রহ করে কার মাধ্যমে পাঠাবো তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।'

বন্যাকবলিদের সাহায্য করতে আসা এক শিশু বলেন, 'মাকে বলছিলাম বন্যার্তদের সাহায্য করব মা আমাকে কিছু কাপড় দেয় এবং সেগুলো দিয়েই সাহায্য করি।'

মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ-ই আলাদা। যত দিন প্রয়োজন হবে শিক্ষার্থীদের এই কার্যক্রম চলবে। তবে বন্যার্তদের পুনর্বাসন নিয়ে কিছু করা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা চলছে বলে জনান বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

বরিশাল বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী জহিরুল ইসলাম বলেন, আমরা তো সামগ্রিকভাবে অনেক করতে পারবো না কিন্তু আক্রান্ত এরিয়াতে ছাত্র-শিক্ষকদের সহায়তায় যাদের ঘরবাড়ি হারিয়ে ফেলেছে তাদেরকে টিন কিনে দিতে পারি ,যেখানে বইপত্র নাই সেখানে শিক্ষা উপকরণ দিতে পারি যেটা পুনর্বাসনের অন্তর্ভুক্ত।

বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনও ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

tech