পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

'সীমান্তবর্তী বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছে যৌথ নদী কমিশন'

যৌথ নদী কমিশন দেশের পূর্বাঞ্চলসহ সীমান্তবর্তী বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী একেএম নাজমুল হক।

তিনি বলেন কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরি, ফেনী ও হালদা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। যে কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলা বন্যা আক্রান্ত হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

একেএম নাজমুল হক বলেন, 'সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ডে ইনটেন্সিটি টা আছে, সেটা চট্টগ্রাম বিভাগেই আছে। এই বেল্টেই ভারি থেকে অতিভারি বর্ষণ আছে। আমরা আশা করছি যে ভারি বর্ষা এই এলাকায় আগামী ২৪ ঘণ্টা থাকার সম্ভাবনা রয়েছে। তবে, আগামীকাল বিকালের পর থেকে এই অঞ্চলে বৃষ্টিপাতের বর্তমান যে তীব্রতা সেই তীব্রতা কিছুটা কমে আসতে পারে।'

tech