দেশে এখন
0

দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের দু’টি বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির অভিযানে তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করে আইনশৃঙ্খলাবাহিনী।

পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।

২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে শাহ কামালকে অবসর দেওয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর