দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস ভারত, যুক্তরাজ্য ও সৌদি আরবের

বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি'র ভিসা কার্যক্রম চালু

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাত করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, শান্তিশৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য।

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন আলাপ হয়নি বলে জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লি কাজ চালিয়ে যেতে চায় বলেও পররাষ্ট্র উপদেষ্টাকে জানান তিনি।

আর বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শ্রমিকদের জন্য আজ থেকে পুনরায় সৌদি ভিসা কার্যক্রম চালু হয়েছে।

তিনিও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৌদি রাষ্ট্রদূত।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর