দেশে এখন
0

আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের কাজ: ড. ইউনূস

'হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবার সন্তান আবু সাঈদ'

রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ১০ আগস্ট) সকাল দশটায় আবু সাঈদের বাড়িতে যান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। এরপর ড. ইউনূস আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন।

পরিবারের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, 'আবু সাঈদ জাতির জন্য, মুক্তির জন্য, ন্যায়ের জন্য বুক পেতে দিয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায়! যে একটা ছেলে বন্দুকের সামনে হাত তুলে দাঁড়িয়েছে যে মারেন, গুলি মেরেছে আবার উঠে দাঁড়িয়েছে। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ-যুগান্তরে কবিতা, উপন্যাস, নাটক হবে। মানুষ স্মরণ করবে তাকে।'

ড. ইউনূস আরও বলেন, 'আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম, তা না। যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল, আমাদের কাজ হলো সে স্বপ্ন বাস্তবায়ন করা। সারা জাতিকে আমরা বলতে চাই, যার কারণে কোটি কোটি ছেলেমেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। সে পথ দেখিয়ে গেছে। আজকে আমরা নতুন বাংলাদেশ পেলাম, এ নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের।'

তিনি বলেন, 'আবু সাঈদ এখন বাংলাদেশের সন্তান। সে সব পরিবারের সন্তান। জাতি ধর্ম নির্বিশেষে সব পরিবারের সন্তান সে। সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ যেই হোক না কেন, সবার সন্তান। আপনারা খেয়াল করবেন কোনো গোলযোগ যেন না হয়। কেউ যেন ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদের মতো। এই সন্তানদের রক্ষা করা জাতি, ধর্ম নির্বিশেষে এটা আমাদের কর্তব্য।'

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সাথে দেখা করবেন ড. ইউনূস। তাদের সাথে স্বাক্ষাৎ শেষে তিনি প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

রংপুরের এই সফরে ড. ইউনূসের সঙ্গে ছিলেন নতুন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর
সংকট এড়াতে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান বিএনপির

চট্টগ্রামের চুনতিতে দুর্ঘটনায় হাসনাত-সারজিসের গাড়িবহর, ট্রাক চাপায় হত্যাচেষ্টার অভিযোগ

সাইফুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বন্দরনগরী চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবীকে হত্যা: নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

ঋণের প্রলোভনে মানিকগঞ্জ থেকে ঢাকায়, আটক তিন

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

নতুন নির্বাচন কমিশন নিয়ে ইতিবাচক বিএনপি

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো রাষ্ট্র সংস্কারে সকলের অংশগ্রহণ প্রয়োজন’

‘গুম হওয়া মানুষের সংখ্যা সাড়ে তিন থেকে চার হাজার হতে পারে’

‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে’

'যেকোনো দলের স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে'