আন্তর্জাতিক বাণিজ্য
0

স্বয়ংক্রিয় গাড়িতে চীনের সফটওয়্যার ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র

স্বয়ংক্রিয় গাড়িতে চীন নির্মিত সফটওয়্যার ব্যবহার বন্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে দেশটির বাণিজ্য বিভাগ। এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

বাইডেন প্রশাসন একটি নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে। এর মাধ্যমে লেভেল তিন এর স্বয়ংক্রিয় গাড়িতে চীনের তৈরি সফটওয়্যার ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের রাস্তায় চীনা কোম্পানি নির্মিত গাড়ি পরীক্ষার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনা কোম্পানি নির্মিত অ্যাডভান্সড ওয়্যারলেস কমিউনিকেশন মডিউল যুক্ত গাড়ির ব্যবহার বন্ধেও উদ্যোগ নেবে মার্কিন প্রশাসন।

এ বিষয়ে অবগত সূত্র জানায়, এ নিষেধাজ্ঞা কার্যকর করা হলে যুক্তরাষ্ট্রে থাকা গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ সরবরাহকারীদের একটি বিষয় নিশ্চিত করতে হবে। সেটি হলো গাড়িতে চীন বা বাইরের কোনো দেশ নির্মিত সফওয়্যার ব্যবহার হচ্ছে কি না।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাণিজ্য বিভাগের এক মুখপাত্র জানান, গাড়িতে বিদেশী কোম্পানির এ প্রযুক্তি ব্যবহারের সঙ্গে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি একটি প্রস্তাবিত নিয়ম জারি করবে। যেখানে গাড়িতে ব্যবহৃত নির্দিষ্ট সিস্টেমের ওপর নজর রাখবে।

ওয়াশিংটনে থাকা চীনা দূতাবাসের এক মুখপাত্র জানান, বিদ্যুচ্চালিত গাড়ি একটি বৈশ্বিক খাত। তিনি বলেন, একত্রে কাজ করার পাশাপাশি কঠোর শ্রম ইতিবাচক ফল দেবে। সেই সঙ্গে উন্মুক্ত প্রতিযোগিতা প্রযুক্তিগত উন্নয়নের জন্য জরুরি।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর