দেশে এখন
0

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায় ছিলেন যারা

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশও ছাড়েন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সোমবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস; জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ; হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল ইসলাম মাসুদ, হামিদুর রহমান আজাদসহ প্রমুখ।

আলোচনায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ও রুপরেখা প্রণয়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সেনাপ্রধান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আজই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা হবে। রাতের মধ্যেই সমাধান আসবে বলে আমরা আশাবাদী। তবে আমাদের এক দুই দিন সময় দিতে হবে।’

ওয়াকার-উজ-জামান বলেন, ‘প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। এজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা আর সংঘাতের পথে যাবেন না।’

tech