বাজার
দেশে এখন
0

বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম, অপরিবর্তিত মাংসের দাম

বৈরি আবহাওয়া সত্ত্বেও সরবরাহ ভালো থাকায় রাজধানীর বাজারগুলোতে কমেছে সবজির দাম। কিছুটা কমে এসেছে মরিচের ঝাঁজও। তবে, বেড়েছে সব ধরনের মাছের দাম। সেই তালিকায় আছে চালও। ওদিকে ডিমের দাম কিছুটা কমেছে, কিন্তু অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম।

শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি মাথায় নিয়ে যারা রাজধানীর কাঁচাবাজারে এসেছেন, তাদেরই পড়তে হয়েছে ভোগান্তিতে। কাদা আর পানি মাড়িয়েই করতে হয়েছে সপ্তাহের বাজার।

তবে কমে যাওয়া সবজির দাম এদিন কিছুটা স্বস্তি দিয়েছে ক্রেতাদের। বাজারে প্রায় প্রতিটি সবজির দামই কেজিতে কমেছে প্রায় ১০ থেকে ২০ টাকা করে। সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম, যা কেজিতে প্রায় ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত।

একজন বিক্রেতা বলেন, 'সবজির দাম আগের চেয়ে কমে গেছে। প্রতিটি সবজিতে ১০ টাকা, ১৫ টাকা দাম কমে গেছে।'

মহল্লায় মহল্লায় ভ্যানে করে বিক্রি করা ভাসমান দোকানেও কমেছে সবজির দাম। অনেকক্ষেত্রে বাজারের চেয়েও ১০ থেকে ১৫ টাকা কমে পাওয়া যাওয়া ভাসমান দোকানে।

একজন দোকানি বলেন, 'আমাদের এখানে ভাড়া কম হওয়ায় বাজার থেকে ১০ টাকা কমে বিক্রি করি।'

তবে ক্রেতাদের কপালে চিন্তা ভাঁজ ফেলেছে সব ধরনের চালের মূল্য বৃদ্ধি। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সরবরাহে ঘাটতি না থাকলেও রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে দুই থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি স্বর্ণা ও ব্রি-২৮ সর্বনিম্ন ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট নামের পরিচিত পলিশ করা চাল ৭০ থেকে ৮০ এবং নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৯৬ টাকা পর্যন্ত।

এদিকে তেমন কোনো স্বস্তির খবর নেই মাছের বাজারে। প্রত্যেক মাছের দামই বেড়েছে কেজিতে প্রায় ৫০ থেকে ১০০ টাকা। প্রতি কেজি পাঙাশ ২০০-২২০, তেলাপিয়া ২০০-২৫০, চাষের কৈ ২৫০-২৭০, ছোট রুই ২৫০-২৬০, কার্প জাতীয় মাছ ৩০০, চাষের শিং ৪৫০-৬০০, সাগরের পোয়া ৪০০-৬৫০ ও বাইলা মাছ বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকা কেজিতে। বেশি দামের পেছনে বিক্রেতারা দিচ্ছেন সরবরাহ ঘাটতির চিরচেনা অজুহাত। আর ক্রেতারা বলছেন মাছ চলে গেছে মধ্যবিত্তদের নাগালের বাইরে।

একজন ক্রেতা বলেন, 'আমরা ইচ্ছা করলেই কিনতে পারি না। আর ওরা স্বর্ণের মতো দাম চেয়ে বসে থাকে।'

এদিকে বাজারে কমেছে ডিমের দাম। প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ১৬৫ থেকে ১৭০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত আছে মাংসের বাজারও। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে।

এসএস