চলতি হাওয়া
0

বান্দরবান প্রেসক্লাবের নতুন সভাপতি আমিনুল, সাধারণ সম্পাদক সাদেক

বান্দরবান

বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে আজ (বুধবার, ৩১ জুলাই)। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু (বাংলাদেশ বেতার)। আর ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদেক হোসেন চৌধুরী (পাহাড়বার্তা ডটকম)।

বুধবারে দুপুরে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ভোটে সহ-সভাপতি নাছিরুল আলম (দৈনিক কর্ণফুলী) আর যুগ্ম সম্পাদক পদে এনএ জাকির (সময় টিভি) নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মুছা ফারুকী (আমাদের অর্থনীতি)।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিশনের অন‍্যান‍্য সদস্যরা হলেন বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ডাটা এন্টি অফিসার মো. রাসেল উদ্দিন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!