যেকোনো লক্ষ্যে পৌঁছাতে স্বপ্ন দেখাটা জরুরি। তবে চাহিদাই যদি কম হয় তবে প্রাপ্তির ঝুলিটা তেমনই হয়। চলতি অলিম্পিক্স আসরে বাংলাদেশের লক্ষ্য খুব বেশি নয়। ৫ ক্রীড়াবিদ দেশ ছাড়ার আগে সাঁতারু ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন নিজেদের সেরাটা দেয়াই মূল লক্ষ্য বাংলাদেশের।
লক্ষ্য যেমন অর্জনও তেমন! প্যারিস অলিম্পিক্সে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে অন্যতম সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের সামিউল ইসলাম। প্যারিসের সাঁতারের ভেন্যু লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের দ্বিতীয় হিটে নামেন পুলে।
সেই হিটে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে পঞ্চম হয়েছেন সামিউল। এর আগে এই ইভেন্টে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। তবে আসরে সব মিলিয়ে ১০ হিট অংশ নেওয়া ৭৯ জনের মধ্যে ৬৯তম হন সামিউল। সেমিফাইনালে খেলতে টাইমিং অনুযায়ী সেরা ১৬ জনের মধ্যে না থাকায় বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের এই সাঁতারুর। আর হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। তার টাইমিং ৪৭.৫৭ সেকেন্ড।
তবে এই ইভেন্টে এখনও পদক জয়ের আশা নিভে যায়নি পুরোপুরি। সামিউল বাদ পড়লেও আরেক সাঁতারু সোনিয়া খাতুনের দিতে তাকিয়ে আছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। ৩ আগস্ট দুপুরে ৫০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে পুলে নামবেন এই নারী সাঁতারু।
এদিকে আসরে আরও একটি পদক জিতে নিল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মানু ভাকের ও সারাবজোত সিং। দক্ষিণ কোরিয়াকে তারা ১৬-১০ স্কোরে হারিয়েছেন। এর আগে মানু ভাকের রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেন।