দেশে এখন
0

সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক

শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন 'প্রত্যয়' স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার, ২৯ জুলাই) বিকেলে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা।

১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে কর্মবিরতেতে যান দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৈঠক শুরুর আগে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আলোচনার পর পেনশন ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে।’