দেশে এখন
0

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল শোক পালন

মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্ত

সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহদের স্মরণে আগামীকাল (মঙ্গলবার, ৩০ জুলাই) দেশব্যাপী একদিনের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। আজ (সোমবার, ২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে সহিংসতার ঘটনায় ১৫০ জনের নিহতের তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে এ সময় এ বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করে আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে ব্রিফিংয়ে মাহবুব হোসেন বলেন, ‘আজকের বৈঠকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামীকাল কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

এক রিট মামলার প্রেক্ষিতে হাইকোর্ট গত ৫ জুন ২০১৮ সালের জারি করা পরিপত্র বাতিল করে কোটা ফিরিয়ে আনার রায় দেয়। এর পরই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রাজপথে নামে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর
আগামী রোববার শপথ নেবেন নবনিযুক্ত সিইসি ও ইসিরা

প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন

আরো চার কমিশনার নিয়োগ

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচ ও মানহানির একটি মামলা বাতিল

রাজধানীতে অটোরিকশা চালকদের অবরোধ-বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী

হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ

তিনদিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

আদানি'র সঙ্গে বিদ্যুৎ চুক্তি: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন

আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল: হাইকোর্ট

বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ঘোষণা

বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট, রোববার শুনানি

বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগের আদেশ আপিল বিভাগেও বহাল