দেশে এখন
0

ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন চালু করতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন পুনরায় চালু করতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার, ২৭ জুলাই) নিজ কার্যালয়ে দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহায়তা চান সরকারপ্রধান।

জাপানের রাষ্ট্রদূত জানান, তারা আগে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে চান। এরপর কী করে তা সংস্কারে সহায়তা করা যাবে তা ঠিক করবেন।

প্রধানমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন স্থাপনায় হামলার কথা উল্লেখ করে বলেন, 'গেল ১৫টি বছর বহু মানুষের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনবান্ধব মেট্রোরেল নির্মাণ করতে পেরেছে সরকার। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা এর ক্ষতিসাধন করেছেন।'

জাপানের রাষ্ট্রদূতও এসব সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেন। এসময় রাষ্ট্রদূত বলেন, 'আসছে মাসে টোকিওতে দুই দেশের সরকারি বেসরকারি ব্যবসায়ীদের মধ্যে একটি অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। জাপানের ব্যবসায়ীরা এর জন্য মুখিয়ে আছে।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর