আন্তর্জাতিক বাণিজ্য
0

এক্সআইতে বিনিয়োগের বিষয়ে টেসলা বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন মাস্ক

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপ এক্সএআইতে ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন ইলোন মাস্ক। এ বিষয়ে আলোচনার জন্য টেসলা বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি। সংশ্লিষ্টদের ধারণা, বিনিয়োগের বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের প্রেক্ষিতেই হয়ত এ বৈঠক হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মাইক্রোসফটের অর্থায়নে পরিচালিত ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গত বছর এক্সএআই চালু করেন টেসলার মালিক ইলোন মাস্ক। সে সময় গুঞ্জন ওঠে এটি পরিচালনার জন্য হয়ত তিনি বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানির কিছু সম্পদ ব্যবহার করতে পারেন।

মাস্কের অনেক অনুসারী এ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে জরিপও চালু করেন মাস্ক। সেখানে এক্সএআইতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করার বিষয়ে অনুসারীদের মতামত জানতে চান। জরিপে ১০ লাখের বেশি ব্যবহারকারী অংশ নেয় এবং তাদের দুই-তৃতীয়াংশ এতে সম্মতি দিয়েছেন। তবে এর মধ্যে টেসলার বিনিয়োগকারীরা রয়েছেন কী না সে বিষয়ে জানা যায়নি।

সম্প্রতি দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করেছে টেসলা। সেখানে বলা হয়, কোম্পানি ওয়াল স্ট্রিট জার্নালের পূর্বাভাসের তুলনায় কম মুনাফা করেছে। এরপরই এক্সএআইতে বিনিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসে। এক্সে দেয়া এক পোস্টে মাস্ক বলেন, ‘মনে হচ্ছে সাধারণ জনগণ এ উদ্যোগের পক্ষে রয়েছে। এখন শুধু টেসলা বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে হবে।’

টেসলার আয় প্রতিবেদন প্রকাশের সময় মাস্ক জানান, স্বয়ংক্রিয় চালক ব্যবস্থার পাশাপাশি নতুন ডাটা সেন্টার তৈরির ক্ষেত্রে এক্সএআই বেশ সহায়ক হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর