গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

অ্যামোলেড ডিসপ্লে নিয়ে ওয়ানপ্লাসের নতুন স্মার্টওয়াচ টু আর

আসিফ হোসেন

আকর্ষণীয় ফিচার ও হালকা ডিজাইনের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে ওয়ানপ্লাস। ওয়াচ টু আর নামের এ ডিভাইসটিতে অ্যামোলেড ডিসপ্লেসহ আরো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

ওয়ানপ্লাসের নতুন এ স্মার্টওয়াচে অ্যালুমিনিয়াম বডি থাকায় এর ওজন খুবই কম। এতে প্রধান ফিচার হিসেবে ওয়্যার ওএস, স্ন্যাপড্রাগসন ডব্লিউ ফাইভ প্রসেসিং এবং অতিরিক্ত আরটিওএস ফিচার দেয়া হয়েছে।

স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা এক হাজার নিটস। এর মাধ্যমে ব্যবহারকারীরা নোটিফিকেশন, মেসেজ থেকে শুরু করে অডিও কল রিসিভ ও নিয়ন্ত্রণ করতে পারবে।

স্মার্টওয়াচটির অন্যতম একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ৩২ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এর ফলে ব্যবহারকারীরা ইউটিউব মিউজিক ও স্পটিফাই থেকে অফলাইনে মিউজিক ডাউনলোড করতে পারবে। এছাড়াও ব্লুটুথ ইয়ারবাডসের সঙ্গে স্মার্টওয়াচটি যুক্ত করা যাবে। ব্যায়াম করার সময় প্লেলিস্টের গান পরিবর্তনে সহায়ক হবে।

স্বাস্থ্য সচেতনদের জন্য স্মার্টওয়াচে অ্যান্ড্রয়েডনির্ভর হেলথ কানেক্ট ফিচার রয়েছে। এছাড়াও চাইলে যে কেউ গুগল হেলথ ও স্ট্রাভাও ব্যবহার করতে পারবে। নতুন এ ডিভাইসের ১০০ এর বেশি স্পোর্টস মোড, বিল্ট ইন জিপিএস ট্র্যাকিং এবং আইপি৬৮ রেটিং রয়েছে। ফলে পানির ঝাপটা ও ধুলোবালি থেকেও স্মার্টওয়াচ সুরক্ষিত থাকবে।

ডিভাইসে ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি এটি স্মার্ট মোডে ১০০ ঘণ্টা এবং পাওয়ার সেভিং মোডে ১২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এক ঘণ্টায় চার্জ দেয়ার জন্য এতে ৭ দশমিক ৫ ওয়াটের ভিওওসি ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে। ফরেস্ট গ্রিন ও গানমেটালে গ্রে রঙে স্মার্টওয়াচটি কিনতে ব্যয় হবে ১৭ হাজার ৯৯৯ রুপি।-গিজমোচায়না

এএইচ