আজ (বুধবার, ১৭ জুলাই) সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইইউ প্রতিনিধি টিমের যৌথ উদ্যোগে সাইবার-নিরাপত্তা বাড়ানোর জন্য বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা, কৌশল এবং ভবিষ্যৎ দিক-নির্দেশনা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ফেসবুক পক্ষপাতমূলক আচরণ করছে। ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে শেষবারের মতো হুঁশিয়ারি। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, আইনের বিরুদ্ধে কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার।’
তিনি বলেন, ‘গুজব প্রতিরোধে ও দেশের নিরাপত্তা বিবেচনা না করলে ফেসবুক, টিকটক, ইউটিউবের আর্থিক জরিমানা, ব্যবসা করার ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা যাচাই-বাছাই করা হবে।’
এসময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’