উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিন্তিত নন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে মোটেই চিন্তিত নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নতুন মার্কিন প্রশাসন ক্রেমলিনের প্রতি সহানুভূতিশীল থাকবে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রায় তিন বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছে ইউক্রেন। তাই নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের আগমন মার্কিন সহায়তাকে প্রশ্নবিদ্ধ করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমরা একত্রে কাজ করতে পারব। এটি নিয়ে আমি চিন্তিত নই।’

রিপাবলিকানের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি জানান, প্রেসিডেন্টের দায়িত্ব পেলে চলমান সংঘাত দ্রুত নিরসনের চেষ্টা করবেন। তবে কিয়েভের শঙ্কা এর ফলে দুর্বল জায়গা থেকে তাদের মস্কোর সঙ্গে সমঝোতা করতে হবে।

সম্প্রতি ন্যাটো প্রতিরক্ষা জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র সফর করেন জেলেনস্কি। সেখানে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তারা ইউক্রেনকে সমর্থনের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এমন লোকও রয়েছে যাদের বার্তা উগ্রবাদকে উস্কে দিবে। তবে আমি বলতে চাই রিপাবিলকান পার্টির অধিকাংশ সদস্য ইউক্রেনের পক্ষে রয়েছে।’

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর