ইউরোপ , এশিয়া
বিদেশে এখন
0

ক্রেমলিনের বিবৃতি: ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কোনো পরিকল্পনা নেই পুতিনের

নির্বাচনী প্রচারণায় হত্যাচেষ্টার পর আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করেন নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে।

হামলার ঘটনার পর পুতিনের সুরক্ষা ব্যবস্থা আরো বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, তিনি যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘সুস্পষ্ট কারণে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

ট্রাম্পকে হত্যাচেষ্টার পেছনে মার্কিন প্রশাসন দায়ী নয় বলে মনে করছে ক্রেমলিন। তবে এ ধরনের হামলার পরিবেশ তৈরিতে দেশটির দায় রয়েছে বলেও জানানো হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি পুতিন। —রয়টার্স

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর