বিদেশে এখন
0

ট্রাম্পের ওপর হামলা: রাজনৈতিক উত্তাপ কমানোর আহ্বান বাইডেনের

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার পর সৃষ্ট রাজনৈতিক উত্তাপ কমাতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভেনিয়ায় হামলার ঘটনার একদিন পর রোববার ( ১৪ জুলাই) তিনি এ কথা বলেন।

এসময় ট্রাম্পকে হত্যা চেষ্টার পুঙ্খানুপুঙ্খ এবং দ্রুত তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন বাইডেন। ঘটনাটি কোন উদ্দেশ্যে ও কেনো ঘটলো তা বের করতে এফবিআইকে স্বাধীন তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ফলাফল আসতেই জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবেও বলে জানান বাইডেন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'সাবেক প্রেসিডেন্ট হিসেবে আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।' তবে হামলার পর অব্যাহত সেই নিরাপত্তা আরও জোরদারের জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান।

ইএ