শনিবার সকাল ১০টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় দুই খুদে শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে। যেখানে তিনি শিশুদের সাথে নিয়ে 'বঙ্গবন্ধু কর্ণার' এর উদ্বোধন করেন। এরপরই কর্ণার ঘুরে দেখেন সরকারপ্রধান।
এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'ছোট জীবনের সুন্দর জীবন পাওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নিতে হবে।'
তিনি বলেন, 'জাতির দুর্ভাগ্য ১৯৭৫ এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, মানুষের জানা উচিত কীভাবে স্বাধীনতা এসেছে।'
এরপর 'এসো বঙ্গবন্ধুকে জানি' নামের ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি।
গিমাডাঙা স্কুল থেকে সরাসরি প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে। সেখানে পৌঁছানো মাত্র তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ২০২৩ সালে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে। গ্রাম হবে শহর সেই ধারণা থেকেই বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করেন সরকারপ্রধান।