ইউরোপ
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের নির্বাচন: লেবার পার্টির নিরঙ্কুশ জয়, পরাজয় মেনে নিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি।

যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, এখন পর্যন্ত ৬৫০ সিটের মধ্যে প্রায় ৪০০ সিট গেছে লেবার পার্টির দখলে। কনজারভেটিভ পার্টি পেয়েছে শতাধিক সিট। লিবারেল ডেমোক্রেটস পেয়েছে ৬০টিরও বেশি সিট।

এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়েছে প্রায় ৬০০ সিটের। ফলাফল বলছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন লেবার পার্টির কেইর স্টারমার। অনেক পিছিয়ে পড়েছে ঋষি সুনাকের টরি পার্টি। স্থানীয় সময় রাত ১০টায় ঘোষণা করা হবে ফলাফল।

এদিকে লেবার পার্টির নেতা কেইর স্টার্মার বলেছেন, এখন থেকে যুক্তরাজ্যে পরিবর্তন শুরু হবে, দেশের জন্য কাজ করার সময় এসেছে। একই সময় বক্তব্যে পরাজয় মেনে নিয়ে লেবার পার্টিকে অভিনন্দন জানান ঋষি সুনাক। শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল হবে বলেও জানান তিনি।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর