পরিষেবা
অর্থনীতি
0

একনেকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার ১১ প্রকল্পের অনুমোদন

একনেক সভায় ৫ হাজার ৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবনে নির্মাণের জন্য ১ হাজার ৬২২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। আজ (মঙ্গলবার, ২ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একনেক সভায় অনুশাসন দিয়ে বন্যা মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জুন-জুলাইয়ে বৃষ্টিপাতের কারণে উন্নয়নকাজ বিঘ্নিত হয় বলেও মন্তব্য করেছেন তিনি। এসময় কাউকে একটির বেশি প্রকল্পের পরিচালক না করতে অনুশাসন দেন সরকারপ্রধান।

মাত্র ৩৫ দিনের মধ্যে তৃতীয়বার বন্যার কবলে পড়েছে সিলেট। প্রথম দুই দফার বন্যায় পানিবন্দি ৭ লক্ষাধিক মানুষ। এর মাঝেই দেশব্যাপী মুষলধারে বৃষ্টি। নগরে জলাবদ্ধতা আর গ্রামে প্লাবন। এবার অন্যান্য জেলাগুলোতে বন্যার আশঙ্কার কথা জানালেন সরকার প্রধান।

আজ (মঙ্গলবার, ২ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। নতুন অর্থবছরের প্রথম একনেক সভায় বেশকিছু অনুশাসন দেন সরকার প্রধান। এর মধ্যে উল্লেখযোগ্য-বন্যা পরিস্থিতি।

সভাপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার জানান, বন্যার ভয়াবহতা থেকে দেশের মানুষকে রক্ষা করতে সংশ্লিষ্টদের এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'এ বছর বন্যা হওয়ার আশঙ্কা আছে। তাই দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে বন্যার প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন।'

বৃষ্টির কারণে জুন–জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজ করা যায় না। তাই দুই মাসে দাপ্তরিক প্রস্তুতিগুলো সম্পন্ন করতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

তিনি বলেন, 'জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর বৃষ্টি থাকে। তাই এসময় কোনো কাজ করা সম্ভব হয় না। দাপ্তরিক সকল কাজ শেষ করে রাখতে হবে। যাতে বৃষ্টি কমার সাথে সাথে আমরা কাজ শুরু করে দিতে পারি। আর একজনকে একটির বেশি প্রকল্পের পরিচালক না করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।'

ঢাকার আশেপাশের এলাকায় কৃষি জমিগুলো যেন অনাবাদি না থাকে, সভায় এমন অনুশাসনও দিয়েছেন সরকারপ্রধান। পাশাপাশি সুচারুভাবে বাজেট বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর