দেশে এখন
0

কোনো প্রশ্নের জবাব দেব না: এনবিআর চেয়ারম্যান

ইফাত ও মতিউর রহমান প্রসঙ্গে

এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। আলোচিত এই ইফাত জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে। তবে ইফাত নামে তার কোন ছেলে নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান।

যদিও পরবর্তীতে ওই এনবিআর কর্মকর্তার একাধিক স্ত্রী ও সন্তানদের রাজকীয় জীবনযাপনের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে ৭৮ হাজার টাকা বেতন পাওয়া এনবিআর কর্মকর্তার সন্তান কীভাবে কোটি টাকার গাড়িতে চড়ে, কীভাবে বাড়ি-গাড়ি সম্পদের মালিক হলেন এ বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা।

তবে এ বিষয়ে কোনো কোনো কথা বলতে চাননি এনবিআর চেয়ারম্যান।

বৃহস্পতিবার কাওরানবাজারে টিসিবি ভবনে এক সেমিনারে অংশ নেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় সাংবাদিকরা মতিউর রহমান ইস্যুতে প্রশ্ন করলে তিনি বলেন 'কারো প্রশ্নের জবাব দেব না তো'। পরে সাংবাদিকদের এড়িয়ে বের হয়ে যান তিনি।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর