সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাগুলোর উন্নত মান বজায় রাখার পাশাপাশি যাত্রী, বিমান ও পণ্যগুলোর নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতিতে এগিয়ে রয়েছে ইউএস বাংলা।
সংস্থাটি বলছে, ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে বেসরকারি বিমানসংস্থাগুলোর মধ্যে প্রথম আইএসএজিও সার্টিফিকেটপ্রাপ্ত। ইউএস-বাংলা সবসময় নিরাপত্তা এবং উন্নত সেবাকে অগ্রাধিকার দিয়েছে। এই স্বীকৃতি বিমান শিল্পে ইউএস বাংলার অবস্থানকে আরও শক্তিশালী করবে।
ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রামের অধীনে নিবন্ধিত হয়েছে। এটি যেসব বিষয় কাভার করে তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার এবং ব্যাগেজ হ্যান্ডলিং, এয়ারক্রাফ্ট হ্যান্ডলিং এবং লোডিং, এয়ারক্রাফ্ট গ্রাউন্ড মুভমেন্ট এবং কার্গো এবং মেইল হ্যান্ডলিং।
এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, 'নিবন্ধনকৃত সার্টিফিকেটটি ইউএস বাংলা যাত্রীদের পূর্বের তুলনায় অধিক আস্থা দেবে। এই সার্টিফিকেট প্রাপ্তিতে ইউএস-বাংলার ওপর যাত্রী নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্মত সেবার ওপর নিয়ন্ত্রক সংস্থা আস্থা প্রদান করবে।'