শুক্রবার (১৪ জুন) দেশার্লামেন্োট দিয়ে তাকে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন আইনপ্রণেতারা। এর আগে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠনে ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয় বিভিন্ন মধ্য-ডানপন্থি ডেমোক্রেটিক অ্যালায়েন্সসহ কয়েকটি বিরোধী দল।
গেলো মাসের সাধারণ নির্বাচনে ৩০ বছরে প্রথমবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় রামাফোসার দল এএনসি। ৪০ শতাংশ ভোট পাওয়া দলটির নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পায় ২২ শতাংশ ভোট। চুক্তি অনুযায়ী রামাফোসার পরবর্তী পদক্ষেপ জোটভুক্ত বিরোধীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা।