স্বর্ণের বাজার
বাজার
0

টানা তৃতীয় দফায় কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম

টানা তৃতীয়বার কমার পর দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৭৩  টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।

আজ (মঙ্গলবার, ১১ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (বুধবার, ১২ জুন) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে।

এর আগে শনিবার (৮ জুন) প্রতি ভরিতে ১ হাজার ২৯৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৫ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম ৭৯ হাজার ১১৭ নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া স্বর্ণ ও রুপার বিক্রয় মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত মজুরি ৬ শতাংশ যোগ করার কথা বলা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর