তিনি বলেন, 'সাবেক আইজিপির ব্যাপারে তদন্ত চলছে। তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিলো না তাই তার গমনে বাধা দেয়া হয়নি। আর ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না। ব্যক্তি বেনজীর দুর্নীতি করতে পারে, তবে সেটা পুরো বাহিনীর উপর বর্তাবে না।'
বেনজীর আহমেদের বর্তমান অবস্থান কোথায়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলেও এসময় উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বক্তব্যে ভারতে এমপি আনারের হত্যাকাণ্ড প্রসঙ্গ উঠে আসে। হত্যার ঘটনা যেহেতু ভারতেই ঘটেছে সেজন্য বিষয়টি সেখানে তদন্ত কিংবা বিচার হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে তিনি বলেন, 'ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ভারতে যেহেতু অপরাধ সংঘটিত হয়েছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এখনও নিশ্চিত নয়। ভারতে মূল তদন্ত হবে।'
অনুষ্ঠানে কওমী মাদ্রাসা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'কওমী মাদ্রাসার স্বীকৃতি নিয়েও নানা মত ও ষড়যন্ত্র ছিলো। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমীর লাখ লাখ শিক্ষার্থীর কথা চিন্তা করে তাদের স্বীকৃতি দিয়েছিলেন।'