দেশে এখন
0

আরইবির ৯৩ ও ওজোপাডিকোর ৮৭ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ পুনঃসংযোগ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন।

বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরইবি ২ কোটি ৮২ লক্ষ (৯৩ শতাংশ) গ্রাহককে পুনঃসংযোগ প্রদান করেছে এবং ওজোপাডিকো ৩ লাখ ৯৫ হাজার ৫৩১ (৮৭ শতাংশ) জন গ্রাহককে ইতিমধ্যে পুনঃসংযোগ প্রদান করেছে।  

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে আরইবি'র বিতরণ ব্যবস্থার পুনঃস্থাপন সংক্রান্ত হালনাগাদ তথ্যঃ

বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহক। রিকভারি করা হয়েছে ২ কোটি ৮২ লাখ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র মোট গ্রাহক সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ জন। বর্তমান বিদ্যুতায়িত গ্রাহক সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ৬০৪ জন। ঝড়ের কারনে বর্তমান বিদ্যুৎ বিহীন গ্রাহকের সংখ্যা ৫৭ হাজার ৫৫০ জন। ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইনের অবশিষ্টাংশের মেরামত কাজ চলমান আছে।  

বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে অতিসত্বর সম্পূর্ণ লাইন চালু হবে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতের এজিএম গ্রেপ্তার

বরগুনায় লোডশেডিংয়ে বরফ উৎপাদন ব্যাহত, ক্ষতিগ্রস্ত মানুষ

নেত্রকোনায় ৮২ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে: আবহাওয়া অফিস

নষ্ট হচ্ছে কোটি টাকার ট্রান্সফরমার, লোডশেডিং-ভুতুড়ে বিলে বিপর্যস্ত গ্রাহক

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন বেরিল

প্রাণঘাতী রূপ নিয়েছে হ্যারিকেন বেরিল

ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেনে রূপ নিয়েছে 'বেরিল'

চালু করতে না পারায় অলস পড়ে আছে ৮০ কোটি টাকার বিদ্যুৎ লাইন
চালু করতে না পারায় অলস পড়ে আছে ৮০ কোটি টাকার বিদ্যুৎ লাইন

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এখনও ফেরেনি ৩ জেলে

ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে যা দরকার সব করবে সরকার: প্রধানমন্ত্রী

বিধ্বস্ত কয়রার বেড়িবাঁধ, লোকালয়ে চলছে জোয়ার-ভাটা