সংস্কৃতি ও বিনোদন

আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (রোববার, ১৯ মে)। দিবসটি উপলক্ষে ‘আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ’ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

এদিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে গঠিত ‘আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ’ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও সদস্য সচিব সামাদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় স্মারক বক্তব্য দেন লেখক-গবেষক ও রাজনীতিবিদ মোনায়েম সরকার। সভায় আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন এমপি, অধ্যাপক মুনতাসির মামুন, দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

এছাড়া আব্দুল গাফফার চৌধুরীকে ঘনিষ্ঠভাবে দেখেছেন বাংলাদেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও রাজনীতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা এ সভায় ‍উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর