আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

কাঁচা পাট রপ্তানিতে শুল্ক বাড়াতে চায় সরকার

দেশিয় পাটকলে সরবারহ ঠিক রাখতে কাঁচা পাট রপ্তানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌। আজ (সোমবার, ১৩ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন (বিজেএমএ) ও বাণিজ্য প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

যে সব সুবিধা পাটপণ্য পায় না, তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'পাট ও চামড়া শিল্পে পোশাক শিল্পের সমান সুযোগ দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশ। পাটপণ্য যে সব সুযোগ সুবিধা পায় না, তা তুলে ধরতে হবে।'

পাট বা পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বৈদেশিক এক্সপো বা মেলাতে পাট রপ্তানিকারকদের অংশগ্রহণ বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চিত করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এসএস