ক্রিকেট
এখন মাঠে
0

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের লজ্জার হার

ব্যাটার-বোলারদের খামখেয়ালিপনায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে। টাইগারদের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ৮ উইকেট জিতেছে সফররত জিম্বাবুয়ে।

আজ (শনিবার, ১২ মে) মিরপুরের মাঠে নাজমুল শান্ত, মাহমুদউল্লাহদের শিরোপা উল্লাস। তবুও বিশ্বকাপের আগে ঘরের মাঠে ব্যাট-বলে শেষ প্রস্তুতিতে যেন কিছুর একটা ঘাটতি। পুরো সিরিজে হতাশ করেছে টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার। তবে বোলারদের পারফরম্যান্স ছিল আশানুরুপ। আর এই পাওয়া না পাওয়ার মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ট্রফিটাই একমাত্র প্রাপ্তি বাংলাদেশ দলের।

সাগরিকার পাড় থেকে মিরপুরের মাঠ। সব জায়গাতে প্রাণবন্ত বাংলাদেশের বোলাররা। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় উদযাপনের পাশাপাশি হোয়াইটওয়াশের আনন্দে মাততে পারতেন শান্ত, তানজিদ তামিম ও সৌম্য সরকাররা। তবে পঞ্চম ম্যাচেও ব্যাটারদের হতাশাময় পারফরম্যান্স। শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটারের পাভিলিয়নে ফেরা। সম্প্রতি দলের ভরসা হয়ে ওঠা তাওহিদ হৃদয়ও এদিন আউট হয়ে যায়। পরে শান্ত, রিয়াদ ও অনিকের ব্যাটে রান আসলেও ২০০ পার করতে পারেনি টাইগার বাহিনী। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান।

রান তাড়া করতে নেমে পুরনো সেই দাপুটে জিম্বাবুয়েকে দেখা যায়। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিল ব্যাটাররা। তবে অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসানের কাছে তাদিওয়ানাশে কাটা পড়লেও দলের হাল ধরেন ব্রায়ান বেনেট ও অধিনায়ক সিকান্দার রাজা। তাদের অসাধারণ ৭৫ রানের জুটিতে জয় নিশ্চিত করে ফেলতো রোডেশিয়ানরা। তবে সাইফুদ্দিনের বলের গতিতে বেশামাল হয়ে বেনেট ফিরলে শেষ কাজটা রাজা নিজেই করেন। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে সান্ত্বনার জয় পায় রোডেশিয়ানরা।