শিক্ষা
দেশে এখন
0

রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস চললেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি

আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি কক্ষে চলবে পাঠদান। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চলমান দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রমের যেসব কাজ কক্ষের বাইরে করতে হয় এবং তাপের সংস্পর্শে আসতে হয়, সেসব কাজ সীমিত থাকবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

গরম ও অন্য যেসব কারণে ক্লাসে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় যে শিখন ঘাটতি সৃষ্টি হয়েছে সেটি পূরণ ও নতুন শিক্ষাক্রম অনুযায়ী ফলাফল অর্জনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ঘোষিত ছুটি শেষ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে তাপপ্রবাহের কারণে গত রোববার থেকে পাঁচ দিনের জন্য দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

আসু