আজ (১৮ এপ্রিল, বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই দামের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর পরই মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে নতুন এই দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়েছে। আজ থেকেই কার্যকর হবে নতুন দাম।
ঘোষিত নতুন মূল্যে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ১৮ টাকা বাড়ানো হয়েছে। ক্রেতা সাধারণকে ৮০০ টাকার সয়াবিন তেল এখন ৮১৮ টাকায় কিনতে হবে।
এছাড়া লিটারপ্রতি বোতলজাত সুপার পাম অয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভোজ্যতেলের দাম বাড়ার কারণ প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ জাহাজসহ নাবিকদের জিম্মি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ডলারের দাম বৃদ্ধি তেলের দামে প্রভাব ফেলেছে। তবে আগামী কোরবানি পর্যন্ত তেলের কোনো ঘাটতি হবে না।’
এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বোতলজাত সয়াবিনে লিটারপ্রতি ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বাণিজ্য মন্ত্রণালয় বরাবর পাঠানো এক চিঠিতে সংগঠনটি নতুন দাম নির্ধারণের কথা জানায়।
এতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে ৭ ফেব্রুয়ারি জারিকৃত এসআরও দুটির মেয়াদ ১৫ এপ্রিল শেষ হচ্ছে। সেজন্য ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম অয়েল এবং পরিশোধিত সয়াবিন তেল) সরবরাহে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে পণ্য সরবরাহ করা হবে।
যদিও ওইদিন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘৫ শতাংশ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও ভোজ্যতেলের দাম আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই, ট্যারিফ কমিশন কাজ করছে। আমদানি মূল্য দেখে ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হবে।’