আজ (রোববার, ৭ এপ্রিল) সকালে বান্দরবান পরিদর্শনে যায় সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় রুয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বলেন, ‘কেএনএফ ধীরে ধীরে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’
সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সবাই মিলে এটা প্রতিহত করবো। এর মধ্যেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে।’
বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনার পর থেকেই অভিযান শুরু করে প্রশাসন। এরইমধ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছ ।
সেনাপ্রধান বলেন, ‘গতকাল রাতে কিছু সন্ত্রাসীকে ধরেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। সাথে কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে। শান্তি আলোচনার ভেতরে অশান্তি শুরু হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এর আগে গেল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করা হয়। এর দুইদিন পর তাকে উদ্ধার করা হয়।
বান্দরবান জেলাজুড়ে একের পর এক ব্যাংকে হামলার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমের মতো দুর্গম পাহাড়ি এলাকার সড়কে সড়কে বাড়তি নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কে সড়কপথে এসব এলাকায় যাত্রী ও পণ্য পরিবহন অনেকটা কমেছে। এখনো থানচি ও রুমায় সোনালী ও কৃষি ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে।