দেশে এখন
স্বাস্থ্য

আবারও হাসপাতালে অ্যানেসথেসিয়ায় মৃত্যু, অবহেলার অভিযোগ

আবারও রাজধানীতে অ্যানেসথেসিয়া দেয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় লালমাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতভর হাসপাতালের সামনে অবস্থান নিয়ে দোষীদের বিচার দাবি করেন নিহতের স্বজনরা।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকসহ দায়িত্বরতদের অবহেলায় মারা যান শামীম নামের ওই ব্যক্তি। পরে সাংবাদিকরা ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে এড়িয়ে যায়। কারণ, তাদের বিরুদ্ধে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় পা ভেঙে গেলে মিরপুরের বাসিন্দা শামীমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। পরে এক ডাক্তারের পরামর্শে বেসরকারি হাসপাতালে সার্জারির সিদ্ধান্ত হয়।

নিহত শামীমের স্বজনরা বলেন, ‘পায়ের সমস্যা ছাড়া তার কোনো শারীরিক অসুস্থতা ছিলো না। অপারেশনের আগে অ্যানেসথেসিয়া দেওয়ায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তিনি মারা গেছেন।’

চলতি বছরের শুরুতে শিশু আয়ানসহ এ নিয়ে গত তিন মাসে অ্যানেসথেসিয়া ব্যবহারের পর সারাদেশে ৭ জনের মৃত্যু হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর