দেশে এখন
0

ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাক্ষাৎ

বাংলাদেশে সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৭ মার্চ) বিকেলে প্রেস অব রেসিডেন্সে ভুটানের রাজার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

গত বছরের ৬ মে লন্ডনে প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজার সাক্ষাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে ভুটান সরকার আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বিভিন্ন মৌজার ২১৯.৬৪ একর জমিতে বাংলাদেশ সরকার ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে জিটুজি ভিত্তিতে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভুটানের রাজার কুড়িগ্রাম জেলায় প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।